বাঁধন ফাউন্ডেশনের সভাপতি রকীব সম্পাদক রিন্টু

স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের মূল
লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে সহায়তা, পৃষ্ঠপোষকতা এবং "বাঁধন ট্রান্সফিউশন সেন্টার(বিটিসি)"
পরিচালনা করতে বাঁধনের সাবেক কর্মীদের নিয়ে গঠিত "বাঁধন ফাউন্ডেশন" এর নতুন
কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়েছে। ফাউন্ডেশনের নতুন সভাপতি হয়েছেন রকীব আহমেদ এবং
সাধারণ সম্পাদক হয়েছেন মীর আসাদুজ্জামান রিন্টু।
শনিবার(১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের
ফার্মেসী গ্যালারিতে বাঁধন ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষিক সম্মেলনে
এই কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়।
সংগঠনটির দ্বি-বার্ষিক সম্মেলনে আগামী দু'বছরের জন্য ২৯ সদস্যের নতুন কার্যনির্বাহী পরিষদ(২০২২-২৩) ঘোষণা করা হয়। পরিষদের সহ-সভাপতি হয়েছেন মোঃ শাহাদৎ হোসেন (তানভীর), নাজমুল ইসলাম ভূঁইয়া (শান্ত), মোঃ মেহেদী হাসান খান, সাজেদুল হায়াত, মেহেদী হাসান শিশির, কোষাধ্যক্ষ মো. আসাদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ মেহেদী আলী (রানা), মাজহারুল হুদা লিজন, মো. হামিমুর রশীদ হিমু, কবিরউদ্দিন আহমেদ (সুরুজ), মোঃ নয়ন মিয়া। নতুন এই পরিষদের সাংগঠনিক সম্পাদক হয়েছেন লাইজু হাসান দীপা, দপ্তর সম্পাদক তারেক মাহমুদ তন্ময়, প্রচার ও জনসংযোগ সম্পাদক সাহানোয়ার সাইদ শাহীন, তথ্যপ্রযুক্তি সম্পাদক গিয়াস উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক মো: উজ্জল হোসেন, সহ-কোষাধ্যক্ষ এএইচএম মেহেদী হাসান (সাগর), সহ-সাংগঠনিক সম্পাদক তাপস বসু, সহ-দপ্তর সম্পাদক আশিকুজ্জামান মুকুল, সহ-প্রচার ও জনসংযোগ সম্পাদক রাসেল মাহমুদ।
এছাড়া কার্যনির্বাহী কমিটির নির্বাহী সদস্যরা
হলেন মো: সাইদুর রহমান ভূঁইয়া, রাশেদ মো: ইফতেখার, মো: আল ইমরান, মো: খুশবু ইসলাম,
মো: শিপলুর রহমান।
এর আগে ফাউন্ডেশনটির বার্ষিক সাধারণ সভা
অনুষ্ঠিত হয়। এতে ফাউন্ডেশনের আর্থিক বিবরণী তুলে ধরেন সাবেক কোষাধ্যক্ষ মো. মেহেদি
হাসান। আর করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় প্লাজমা সরবরাহের উদ্দেশ্যে বাঁধন, বাঁধন
ফাউন্ডেশন ও ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (জেবিসি) যৌথ উদ্যোগে এবং শেখ হাসিনা
জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারী ইনিস্টিটিউট, গাজী গ্রুপস, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনসহ
আরো কয়েকটি সংগঠন ও প্রতিষ্ঠানের সহায়তায় প্লাজমা সাপোর্ট সেন্টার পরিচালনা, করোনাকালীন
কঠোর লকডাউনে কর্মহীন থাকা প্রান্তিক মানুষদের বিভিন্ন জেলায় মোট এক হাজার ৮৯২টি পরিবারকে
খাদ্য সহায়তা প্রদান করাসহ ফাউন্ডেশনের বিগত দুই বছরের নানা কার্যক্রম তু্লে ধরেন
ফাউন্ডেশনের সাবেক মহাসচিব এস এম কোরবান আলী।
সাধারণ সভায় ফাউন্ডেশনের গঠনতন্ত্রের সংশোধনী
উপস্থাপন করেন গঠনতন্ত্র সংশোধনী উপকমিটির সদস্য তাজুল ইসলাম। ১৫ সদস্যের কার্যনির্বাহী
পরিষদকে নতুন গঠনতন্ত্রে ২৯ সদস্যের কার্যনির্বাহী পরিষদের প্রস্তাব আনেন তিনি। এতে
সহ-সভাপতি পদে ২টি, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ৩টি, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক,
প্রচার ও জনসংযোগ সম্পাদক, তথ্য-প্রযুক্তি সম্পাদক, সমাজ কল্যাণ সম্পাদকসহ নতুন ১৪
টি পদ রাখা হয়। এছাড়া চেয়ারম্যান পদটিকে সভাপতি ও সেক্রেটারি জেনারেল পদটিকে সাধারণ
সম্পাদক পদে পরিবর্তন করার প্রস্তাব আনা হয়। এসময় প্রস্তাবগুলো করতালির মাধ্যমে নতুন
গঠনতন্ত্র পাস করেন সদস্যরা।
এরপর পর মুক্ত আলোচনায় অংশ নেন সারাদেশ
থেকে আসা বাঁধন এর সাবেক কর্মীরা। নানা স্মৃতিচারণাসহ বাঁধন ও ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা
মুহাম্মদ শাহিদুল ইসলাম রিপনের প্রতি কৃতজ্ঞতা জানান এমন মানবিক সংগঠন প্রতিষ্ঠার জন্য।
মুক্ত আলোচনা শেষে বার্ষিক সাধারণ সভায়
সমাপনী বক্তব্য দেন বাঁধন ফাউন্ডেশনের চেয়ারম্যান রকীব আহমেদ। এসময় তিনি বলেন, দায়িত্ব
পাওয়ার পর করোনার কারণে কাজ করার তেমন সুযোগ পাইনি। ফাউন্ডেশনের যেদিন দায়িত্ব পেয়েছিলাম
আমরা অনেক আশান্বিত হয়েছিলাম ভালো কিছু করার। বাঁধন এর সাবেক কর্মীদেরকে ফাউন্ডেশনে
যুক্ত করে নতুন সদস্য সংখ্যা বাড়ানোর পরিকল্পনা ছিল। সেটাও করোনার কারণে সম্ভব হয়নি।
সকলের প্রতি আহ্বান জানাব আমরা যেন ফাউন্ডেশনের প্রতিটি কাজে সম্পৃক্ত হই। আর আগামীতে
যেন সদস্যদের সংখ্যাটা বাড়ানো যায় সেই জন্য সবার সহযোগিতা প্রয়োজন।


