ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অনেক বড় ভূমিকা আছে: তথ্যমন্ত্রী

'ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অনেক বড় ভূমিকা
আছে। ভাষা আন্দোলন থেকে স্বাধীনতার সংগ্রাম শুরু। ভাষা আন্দোলনের এত বছর পর যারা স্বাধীনতা
ও সার্বভৌমত্ব নিয়ে আস্ফালন করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।'
আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় কেন্দ্রীয়
শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত গণমাধ্যমকর্মীদের সামনে
এসব কথা বলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তথ্যমন্ত্রী বলেন, 'ভাষা আন্দোলনে জাতির
পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা সম্পর্কে নতুন প্রজন্ম জানে না। ভাষা আন্দোলনে
বঙ্গবন্ধুর অনেক বড় ভূমিকা আছে। ভাষা আন্দোলন থেকে স্বাধীনতার সংগ্রাম শুরু। ভাষা আন্দোলনের
এত বছর পর যারা স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে আস্ফালন করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে
হবে।'
শহীদ মিনারে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে
কিনা-এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, আমরা মাস্ক পরে এখানে এসেছি। স্বাস্থ্যবিধি
মানার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
দেশে বাকস্বাধীনতা নেই বলে বিএনপির অভিযোগ
প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, 'তাঁরা কথা বলেই এমন অভিযোগ করেছেন। সুতারাং তাঁরা একটু
বেশিই কথা বলেন, বিএনপির অভিযোগের কোনো ভিত্তি নেই।'
গতরাতে প্রক্টর ফিরোজ উল হাসান কালের কণ্ঠরে
বলেন, 'আজ পবিত্র রাত হওয়ায় আমরা শিক্ষার্থীদের সাথে হলে থাকা নিয়ে আর কথা বলবো না।
সরকারকে সব জানানো হয়েছে। আজ শিক্ষামন্ত্রী জানালে আমরা সিদ্ধান্ত নিবো।'
এর আগে গত শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) ক্রিকেট
খেলাকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার একপর্যায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
সঙ্গে স্থানীয় বাসিন্দারের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা শিক্ষার্থীদের চারটি
মোটরসাইকেল পুড়িয়ে দেয়। সংঘর্ষে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়।


