সাইফ-কারিনার ঘরে নতুন নবাব

দ্বিতীয় সন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী
কারিনা কাপুর খান। রবিবার সকালে মুম্বাইয়ের বিচ ক্যান্ডি হাসপাতালে পৃথিবীর আলো দেখে
সাইফ আলি খান ও কারিনা কাপুরের দ্বিতীয় সন্তান। কারিনা-সাইফের নতুন নবাবকে অভিনন্দন
জানাচ্ছেন সবাই। শুধু তাই নয় সন্তান ইতিমধ্যেই উপহার পাচ্ছে ভুরি ভুরি।
কারিনা-সাইফকে অভিনন্দন জানিয়ে এক টুইট
করেছেন রিদ্ধিমা কাপুর সাহনি। টুইটে তিনি প্রিয় কারিনা কাপুর ও সাইফ আলী খানের ছেলেকে
অভিনন্দন জানিয়েছেন।
গত বছরের আগস্টে সাইফ-কারিনা জানান, তাদের
ঘর আলো করে আসছে নতুন অতিথি। তারপর থেকে পুরো সময়টা আলোচনায় ছিলেন কারিনা। তবে কন্যা
না পুত্র হবে তা নিয়েও জোর জল্পনা শুরু হয়েছিল। এক জ্যোতিষী ভবিষ্যদ্বাণী করেছিলেন—‘এবার সাইফিনার
ঘর আলো করে আসবে মেয়ে সন্তান।’ যদিও এ ভবিষ্যদ্বাণী কাজে লাগেনি।
কারিনা দ্বিতীয়বার মা হলেও এই চতুর্থবার
বাবা হলেন সাইফ। অভিনেতার প্রথম পক্ষের স্ত্রী অমৃতা সিং ও সাইফের দুই সন্তান-সারা
ও ইব্রাহিম। ২০১২ সালে সাত পাকে বাঁধা পড়েন সাইফ-কারিনা। তৈমুরের জন্ম হয় ২০১৬ সালের
ডিসেম্বরে। দু মাস আগেই চার পূর্ণ করেছে তৈমুর। দ্বিতীয় সন্তানের জন্মের পর মাসখানেকের
বিরতি নিয়ে শিগগির কাজে ফিরবেন বলে আগেই জানিয়েছেন অভিনেত্রী।


