পাকিস্তানে ভূমিকম্পে ২০ জন নিহত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বৃহস্পতিবার
(৭ অক্টোবর) ভোরে ভূমিকম্পে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। দেশটির কর্মকর্তাদের বরাত
দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা
জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া ছবিতে
দেখা গেছে, ভূমিকম্পের পর কোয়েটা শহরের মানুষ রাস্তায় নেমে এসেছে।
প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পের
মাত্রা রিখটার স্কেলে ৫ দশমিক ৭ পর্যন্ত পরিমাপ করা হতে পারে। একজন সরকারি কর্মকর্তা
জানান, কাঠামো ভেঙে মানুষ মারা গেছেন।
স্থানীয় সংবাদ চ্যানেল জিও টিভি জানিয়েছে,
এ ঘটনায় অর্ধশতাধিক আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের মধ্যে বেশ কয়েকজনকে আশঙ্কাজনক
অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।


