রসায়নে যৌথভাবে নোবেল পেলেন যুক্তরাষ্ট্র ও জার্মানির বিজ্ঞানী

বছর রসায়নে যৌথভাবে নোবেল পুরস্কার পেলেন
জার্মান বিজ্ঞানী বেঞ্জামিন লিস্ট ও মার্কিন বিজ্ঞানী ডেভিড ডব্লিউ সি ম্যাকমিলান।
বুধবার বিকাল পৌনে চারটার দিকে সুইডেনের
রাজধানী স্টকহোমে এক অনুষ্ঠানে নোবেল কমিটি বিজয়ীদের নাম ঘোষণা করে।
নোবেলপ্রাইজ ডট অর্গ ওয়েবসাইটে জানানো
হয়, অপ্রতিসম অর্গানোক্যাটালাইসিস বা জৈব-অনুঘটন বিক্রিয়া আবিষ্কারের জন্য পুরস্কার
পেয়েছেন এ দুই বিজ্ঞানী। এ আবিষ্কার ওষুধ গবেষণায় বড় প্রভাব ফেলেছে এবং রাসায়নিক
প্রক্রিয়া বা উৎপাদন-পদ্ধতিকে আরও পরিবেশবান্ধব বা সবুজ করেছে।
সোমবার চিকিৎসা বিজ্ঞানে বিজয়ীদের নাম
ঘোষণার মাধ্যমে চলতি বছর নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। আগামী ১১ অক্টোবর পর্যন্ত বিভিন্ন
ক্ষেত্রে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে।
এবছর তাপমাত্রা ও স্পর্শের রিসেপ্টর আবিষ্কারের
জন্য এবার চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন ডেভিড জুলিয়াস ও আর্ডেম
প্যাটাপুটিয়ান।
এ ছাড়া পৃথিবীর জলবায়ু পরিস্থিতির ফিজিক্যাল
বা ভৌত মডেল তৈরি, পরিবর্তনশীলতা পরিমাপ এবং নির্ভরযোগ্যভাবে বৈশ্বিক উষ্ণতার বিষয়টি
অনুমানের জন্য স্যুকুরো মানাবে ও ক্লাউস হাসেলমান এবং পারমাণবিক ও গ্রহীয় পরিসরে ভৌত
ব্যবস্থা বা ফিজিক্যাল সিস্টেমের বিশৃঙখলা ও ফ্লাকচুয়েশন পরস্পরের ওপর কী প্রভাব ফেলে
তা আবিষ্কারের জন্য জর্জিও পারিসি পদার্থে নোবেল পেয়েছেন ।
বৃহস্পতিবার সাহিত্যে, শুক্রবার শান্তিতে
এবং আগামী সোমবার অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হবে।
সাধারণত প্রতি বছর ১০ ডিসেম্বর এই পুরস্কারের
জনক বিশ্বখ্যাত বিজ্ঞানী আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে সুইডেনের স্টকহোমে অনুষ্ঠান
আয়োজনের মাধ্যমে বিজয়ীদের হাতে নোবেল পুরস্কার তুলে দেওয়া হয়। তবে করোনাভাইরাস মহামারির
কারণে গত বছরের মতো এবারও সব অনুষ্ঠান বাতিল ঘোষণা করেছে নোবেল কমিটি।


