উত্তরাখণ্ডে তুষার ধসে নিখোঁজ নৌসেনার ৫ পর্বতারোহী

ভারতের উত্তরাখণ্ডের বাগেশ্বর জেলার ত্রিশুল
পর্বত আরোহনের সময় তুষার ধসের কারণে নৌবাহিনীর পাঁচজন পর্বতারোহী ও একজন সহকারী নিখোঁজ
হয়েছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। প্রায় পর্বতের চূড়ায় পৌঁছানোর পরই তারা দুর্ঘটনার
শিকার হন বলে জানা গেছে।
এই ৫ জন পর্বতারোহী ভারতীয় নৌবাহিনীতে
কর্মরত। ১৫ দিন আগে নৌ বাহিনীর অ্যাডভেঞ্চার শাখার ২০ জনের একটি দল উত্তরাখণ্ডের বাগেশ্বর
জেলার মাউন্ট ত্রিশূল অভিযানে রওনা দেন। কিন্তু গত শুক্রবার ভোর ৫টা নাগাদ ওই দলের
৫ জন পর্বতারোহী ত্রিশূল পর্বতের চূড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তাঁদের সঙ্গে ছিল
একজন কুলি। কিন্তু চূড়ায় পৌঁছনোর আগেই তুষার ধসের কবলে পড়েন তাঁরা। তারপর থেকেই তাঁদের
আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে নৌ বাহিনী কর্তৃপক্ষ।
এই ৬ জনের খোঁজে এরই মধ্যে উত্তরকাশী নেহেরু
ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং সংস্থার একটি দল কর্নেল অমিত বিশতের নেতৃত্বে উদ্ধার
কাজ শুরু করে। কিন্তু যোশীমঠ পর্যন্ত পৌঁছনোর পর খারাপ আবহাওয়ার জন্য তারা আর এগোতে
পারেননি বলে জানান কর্নেল অমিত বিশত। এছাড়াও ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং রাজ্যের
দুর্যোগ মোকাবিলা বাহিনীর একটি যৌথ দল উদ্ধার কাজে যোগ দিয়েছে। উত্তরাখণ্ডের ত্রিশূল
পর্বত অভিযাত্রীদের কাছে বরাবরই আকর্ষণের জায়গা। সূত্র: কলকাতা টিভি


