সিলেটে ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড তাপমাত্রা

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি উড়িষ্যা
ও ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হচ্ছে। এ কারণে সিলেট অঞ্চলে বৃষ্টি বাড়তে পারে। মঙ্গলবার
সকালে আবহাওয়াবিদ রুহুল কুদ্দুছ এসব তথ্য জানান।
আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় সিলেট
বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ
বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে
পারে।
আগামী ২৪ ঘণ্টায় দিনের এবং রাতের তাপমাত্রা
এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা
হয় সিলেটে ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
বৃষ্টিপাতের তথ্যে বলা হয়েছে, আগামী দুই
দিনে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।


