‘তামাক সেবনে এক শতাব্দীতে ৩০ লাখ মানুষের মৃত্যু ঘটেছে’

ধূমপান বা তামাক সেবনের ফল গত এক শতাব্দীতে ৩০ লাখ মানুষের মৃত্যু বেড়েছে। এটা নিয়ন্ত্রণ করতে না পারলে আগামি শতাব্দিতে বিশ্বে একশ' কেটি মানুষের মৃত্যুর আশংকা রয়েছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বার্তা২৪.কম-এর কনফারেন্স রুমে গোলটেবিল বৈঠকে তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এসব কথা বলেন।

তিনি বলেন, ধূমপান বা তামাক সেবনের ফল গত এক শতাব্দীতে ৩০ লাখ মানুষের মৃত্যু বেড়েছে। এটা নিয়ন্ত্রণ করতে না পারলে আগামি শতাব্দিতে বিশ্বে একশ' কেটি মানুষের মৃত্যুর আশংকা রয়েছে।

তিনি আরও বলেন, দেশের এক তৃতীয়াংশ মানুষ তামাক সেবন করেন। এর ফলে ২০১৮ সালে ১ লাখ ২৬ মানুষের মৃত্যু হয়েছে। যা মোট মৃত্যুর সাড়ে ১৩ শতাশ।

প্রধানমন্ত্রীর ঘোষিত তামাকমুক্ত বাংলাদেশ বাস্তবায়নে সংসদ সদস্যদের ভূমিকা শীর্ষক গোলটেবিলের আয়োজন করে দেশের শীর্ষ মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল বার্তা২৪.কম। এতে সহযোগিতায় রয়েছে ডব্লিউবিবি ট্রাস্ট।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বি মিয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন ডব্লিউবিবি ট্রাস্টের নির্বাহী পরিচালক সাইফুদ্দিন আহমেদ।

অনুষ্ঠানের মূল প্রবন্ধ তুলে ধরেন দ্য ইউনিয়নের কারিগরি পরামর্শক অ্যাড. সৈয়দ মাহবুবুল আলম।

এছাড়া আরও উপস্থিত রয়েছেন- বাংলাদেশ পার্লামেন্টারি ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিং-এর চেয়ারম্যান এবং সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. মো. হাবিবে মিল্লাত, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আদিবা আনজুম মিতা, সংসদ সদস্য বেগম গ্লোরিয়া ঝর্ণা প্রমুখ।