জয় দিয়ে পেশাদার বক্সিং শুরু মোহম্মদ আলির নাতি নিকো আলির

জয় দিয়ে পেশাদার বক্সিংয়ে নাম লেখালেন
যুক্তরাষ্ট্রের কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলীর নাতি নিকো আলী ওয়ালশ। জয়ের পর প্রয়াত
নানার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। গত শনিবার (১৪ আগস্ট) পেশাদার রিংয়ে প্রথমবার
নেমেছিলেন নিকো। প্রথম বাউটেই জিতেছেন মোহম্মদ আলির নাতি। ২০ বছরের নিকো তার দাদার
মতোই সাফল্যের স্বপ্ন দেখছেন।
বব অ্যারামসের বক্সিং টিমে নাম লিখিয়েছেন
নিকো। পেশাদার বক্সিংয়ের প্রথম ম্যাচের পর নিকো বলেন, এটা একটা দারুণ রাত ছিল। আমার
সকল প্রত্যাশা পূরণ হয়েছে।
দাদার দেওয়া সাদা রংয়ের ট্রাঙ্ক পরে নেমেছিলেন
নিকো। নিকো বাউটের শেষে বলেন, আমি এই ট্রাঙ্ক আর কোনওদিন পরবো না। এগুলো আমার দাদার
ট্রাঙ্কস। এর সঙ্গে আবেগ জড়িয়ে রয়েছে। আমার স্বপ্ন আজ পূরণ হয়েছে।
দাদা মোহম্মদ আলির মতো হওয়ার স্বপ্ন দেখেন
নিকো। নিজের পেশাদার বক্সিংয়ের প্রথম ম্যাচের পরও বারবার দাদার কথা মনে পড়েছে নিকোর।
তিনি বলেন, আমার দাদার কথা সবসময় মনে পড়ে। আমি সারাক্ষণ তাকে মিস করি। আমার জন্য এই
সফরটা বেশ আবেগময়।


