এখনো করোনা মুক্ত মাধবপুরের চা শ্রমিকরা

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চা শ্রমিকরা
এখনো করোনা মুক্ত আছেন। টানা ৫ম দিনের লকডাউনে মাধবপুর উপজেলার নোয়াপাড়াতে ৭ জনের
আক্রান্তের খবর পাওয়া গেছে। হবিগঞ্জ জেলায় ছোট-বড় মিলিয়ে ৪১টি চা বাগান রয়েছে।
এসব বাগানের শ্রমিকরা এখনো ঝুকিমুক্ত আছে বলে জানিয়েছেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের
যুগ্ম সাধারণ সম্পাদক নৃপেন পাল।
আজ সোমবার (৫ জুলাই) ইকোনমিক এক্সপ্রেসকে এ কথা জানান তিনি। জেলার বালিশিরা ও লস্করপুর ভ্যালির আওতাধীন চুনারুঘাট উপজেলার দেউন্দি
চা বাগানসহ ২৪টি, বাহুবলে ১০টি, নবীগঞ্জে ২টি ও মাধবপুর উপজেলায় ৫টি চা বাগানের শ্রমিকরা
সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মেনে কাজ করছেন।
তিনি বলেন, খোলামেলা প্রকৃতির ঘেরা সবুজ
বেষ্টিত চা বাগান মানুষকে মুগ্ধ করে। এখানে আসলেই মানুষের মন ছুঁয়ে যায়। প্রকৃতির
অবার সমারোহের কারণেই হয়তো করোনা ভাইরাস কিছুটা পরাভূত। নিয়মিত মাক্স পরে চা পাতা তোলা ও স্বাস্থ্যবিধি মানার এ ধারাবাহিকতা
বজায় থাকলে চা শ্রমিকরা অনেকটাই ঝুকিমুক্ত থাকবেন বলে বিশ্বাস নৃপেন পালের।


