শর্তসাপেক্ষে গ্যাস পাবে লাফার্জহোলসিম

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের বহুজাতিক কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের কারখানায় কিছু শর্তসাপেক্ষে গ্যাস সরবরাহ অব্যাহত রাখতে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমস লিমিটেডকে (জেজিটিডিএস) নির্দেশনা দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি ওবায়দুল হাসানের পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি শেষে এ বিষয়ে হাইকোর্টের দেয়া আগের আদেশের ওপর স্থিতাবস্থা বজায় রেখেছেন। অবশ্য এক্ষেত্রে বিরোধপূর্ণ অর্থ পরিশোধের বিষয়ে আপিল বিভাগ থেকে বেশকিছু শর্তারোপ করা হয়েছে।
সিলেটের সুনামগঞ্জের ছাতকে অবস্থিত কারখানায়
গ্যাস সরবরাহের জন্য ২০০৩ সালের ১৯ জানুয়ারি জেজিটিডিএস ও লাফার্জহোলসিম বাংলাদেশের
মধ্যে একটি গ্যাস বিক্রি চুক্তি হয়। চুক্তি অনুসারে, সরকারের ট্যারিফ অনুযায়ী নির্ধারিত
দামে গ্যাসের মূল্য পরিশোধ কারে আসছিল কোম্পানিটি। তবে ২০১৫ সালে বাংলাদেশ এনার্জি
রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক গ্যাসের দাম বৃদ্ধির পর সমস্যার সূত্রপাত। বিইআরসির
বর্ধিত ট্যারিফ অনুসারে জেজিটিডিএস গ্যাসের বিল জমা দিলে এ বিষয়ে কোম্পানির পক্ষ থেকে
আপত্তি জানানো হয়। কারণ বিইআরসির নতুন ট্যারিফ অনুসারে নির্ধারিত গ্যাসের দাম চুক্তিতে
নির্ধারিত গ্যাসের দামের চেয়ে বেশি। এ বিষয়ে কোম্পানির পক্ষ থেকে জেজিটিডিএসকে জানানো
হয় যে চুক্তি অনুসারে নির্ধারিত মূল্য অনুসরণ করতে তাদের আইনি বাধ্যবাধকতা রয়েছে এবং
জেজিটিডিএস যে বর্ধিত বিল পাঠিয়েছে তা সংশ্লিষ্ট আইনানুসারে যুক্তিযুক্ত নয়। এ বিষয়ে
দুই পক্ষে যুক্তি-পাল্টাযুক্তি চলতে থাকে। আর এর মধ্যেই গ্যাসের বিল বাবদ দাবীকৃত অর্থ
দুই মাসের মধ্যে পরিশোধ করা না হলে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার চূড়ান্ত নোটিস জারি
করে জেজিটিডিএস।
এ নোটিসের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ৩
ফেব্রুয়ারি অনুষ্ঠিত পর্ষদ সভায় গ্যাসের মূল্য নিয়ে দ্বন্দ্বের বিষয়টি নিষ্পত্তির জন্য
ইন্টারন্যাশনাল কোর্ট অব আরবিট্রেশনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেয় লাফার্জহোলসিম।
পাশাপাশি আরবিট্রেশন চলাকালে গ্যাস সরবরাহ যেন অব্যাহত থাকে, সেজন্য হাইকোর্টের কাছে
অন্তর্বর্তীকালীন প্রতিকার চেয়ে আবেদন করে কোম্পানিটি। হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ
খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ গত ৭ ফেব্রুয়ারি জেজিটিডিএসকে কোম্পানির অনুকূলে গ্যাস
সরবরাহ অব্যাহত রাখতে নির্দেশ দেন। পাশপাশি তিন মাসের জন্য গ্যাস বিক্রির চুক্তি বাতিল
কিংবা গ্যাস সরবরাহ বন্ধ রাখা থেকে বিরত থাকতে জেজিটিডিএসকে নির্দেশ দেয়া হয়। পাশাপাশি
আদেশ পাওয়ার ১৫ দিনের মধ্যে জেজিটিডিএসের হিসাব অনুযায়ী দাবীকৃত বিল ও কোম্পানি হিসাব
অনুসারে পরিশোধযোগ্য বিলের মধ্যে যে পরিমাণ অর্থের ব্যবধান রয়েছে, সে অর্থের ব্যাংক
গ্যারান্টি হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারের কাছে জমা দিতে বলা হয়। এর পরিপ্রেক্ষিতে
২২ ফেব্রুয়ারি কোম্পানির পক্ষ থেকে ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি
পর্যন্ত ৮৬ কোটি ৩ লাখ ৩৪ হাজার ৯২ টাকা বিরোধপূর্ণ অর্থের ব্যাংক গ্যারান্টি হাইকোর্ট
বিভাগের রেজিস্ট্রারের অনুকূলে জমা দেয়া হয়েছে।
গত ৭ ফেব্রুয়ারি হাইকোর্টের দেয়া আদেশের
বিরুদ্ধে ৭ মার্চ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জালালাবাদ গ্যাসের পক্ষ থেকে আপিল করা
হয়। ১৪ মার্চ এ বিষয়ে চেম্বার জজের আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। চেম্বার জজের আদালত
থেকে এটি সুপ্রিম কোর্টের নিয়মিত বেঞ্চের কাছে পাঠিয়ে দেয়া হয়। গতকাল সুপ্রিম কোর্টের
আপিল বিভাগে এই আবেদনটির ওপর শুনানি শেষে আদেশ প্রদান করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে লাফার্জহোলসিম বাংলাদেশের
এক্সটারনাল কমিউনিকেশন বিভাগের ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার আপিল বিভাগের
নিয়মিত বেঞ্চে শুনানি শেষে বিরোধপূর্ণ অর্থ পরিশোধের ক্ষেত্রে সুনির্দিষ্ট শর্তারোপ
করে গত ৭ ফেব্রুয়ারি হাইকোর্টের দেয়া আদেশের ওপর স্থিতাবস্থা বজায় রেখে রায় দিয়েছেন
আপিল বিভাগ। এ বিষয়ে বিস্তারিত জানতে আমরা আপিল বিভাগের রায়ের সার্টিফায়েড কপির অপেক্ষায়
আছি। কোম্পানির পক্ষ থেকে যে আরবিট্রেশন প্রক্রিয়া শুরু করা হয়েছিল, সেটি স্বাভাবিকভাবেই
চলমান থাকবে বলে জানান তিনি।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য
শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে লাফার্জহোলসিম বাংলাদেশ
লিমিটেডের পরিচালনা পর্ষদ। আগামী ২২ এপ্রিল বেলা ৩টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির
বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা
হয়েছে ২৪ মার্চ।
সমাপ্ত হিসাব বছরের সম্মিলিত হিসাব অনুযায়ী,
লাফার্জহোলসিমের বিক্রি হয়েছে ১ হাজার ৬২২ কোটি ২০ লাখ টাকা। আগের হিসাব বছরে তা ছিল
১ হাজার ৭৮৪ কোটি টাকা। এ হিসাবে কোম্পানিটির বিক্রি কমেছে ৯ দশমিক শূন্য ৭ শতাংশ।
গত হিসাব বছরে প্রতিষ্ঠানটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৩৬ কোটি ১০ লাখ টাকা, আগের
হিসাব বছরে যা ছিল ১৭৩ কোটি ৭০ লাখ টাকা। এ হিসাবে লাফার্জহোলসিমের নিট মুনাফা বেড়েছে
৩৫ দশমিক ৯২ শতাংশ।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয়
(ইপিএস) হয়েছে ২ টাকা ৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৫০ পয়সা। এ
হিসাবে কোম্পানিটির বার্ষিক ইপিএস বেড়েছে ৩৫ দশমিক ৩৩ শতাংশ। ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি
নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৮৯ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল
১৩ টাকা ৯৫ পয়সা।


