নতুন দুই উড়োজাহাজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নতুন দুই উড়োজাহাজ 'আকাশতরী' 'শ্বেতবলাকা' উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

উড়োজাহাজ দুটি উদ্বোধন উপলক্ষে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি ভবনে অনুষ্ঠানের আয়োজন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সেখান থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দেন বেসামরিক বিমান পরিবহন পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, মন্ত্রণালয়ের সচিব এম মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এম মফিদুর রহমান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোস্তফা কামালসহ মন্ত্রণালয় বিমানের উর্ধ্বতন কর্মকর্তারা।

 

উড়োজাহাজ দুটি বাংলাদেশ কানাডা সরকারের মধ্যে জিটুজি ভিত্তিতে কেনা তিনটি উড়োজাহাজের মধ্যে দ্বিতীয় তৃতীয়। প্রধানমন্ত্রী এই উড়োজাহাজ দুটির নাম রেখেছেন 'আকাশতরী' 'শ্বেতবলাকা'

 

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, অত্যাধুনিক ড্যাশ -৪০০ উড়োজাহাজ দুটি বহরে যুক্ত করার মাধ্যমে অভ্যন্তরীণ স্বল্প দূরত্বের আন্তর্জাতিক রুটগুলোতে ফ্লাইট ফ্রিকোয়েন্সি বাড়ানো হবে।

 

কানাডার এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড নির্মিত অত্যাধুনিক ৭৪ সিট-সংবলিত নতুন ড্যাশ -৪০০ উড়োজাহাজ খুব ছোট রানওয়ে থেকে উড্ডয়নক্ষম স্বল্প খরচে নিরবচ্ছিন্ন উড্ডয়নের জন্য বিখ্যাত। এই মডেলের বিমানগুলোতে কেবিন নয়েজ সাপ্রেশনের ব্যবস্থা রয়েছে।