সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন সোহেল, বাইকে এসে দুর্বৃত্তের গুলি

খুলনা নগরীর হাজী মহসীন রোডে দুর্বৃত্তের গুলিতে রং মিস্ত্রি মো. সোহেল নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ) শেখ মনিরুজ্জামান মিঠু জানান, রাতে সোহেল হাজী মহসীন রোডে দাঁড়িয়ে ছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা ৩-৪ জনের একদল দুর্বৃত্ত তাকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর জড়িতদের আটকে নগরীতে অভিযান শুরু করেছে পুলিশ। তবে কারা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। 

এলাকাবাসী জানান, নিহত সোহেল নগরীর বাবু খান রোডের আব্দুল খালেকের ছেলে।