পাঁচভুলাট সীমান্তে পড়ে ছিল জাহাঙ্গীরের মরদেহ
যশোরের শার্শা উপজেলার পাঁচভুলাট সীমান্তে
বাংলাদেশ-ভারত শূন্যরেখা থেকে মো. জাহাঙ্গীর নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে
বিজিবি। বুধবার সকাল ৭টার দিকে সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা
হয়।
নিহত জাহাঙ্গীর বেনাপোলের কাগজপুকুর গ্রামের মৃত
ইউনুস মোড়লের ছেলে।
বেনাপোলের কাগজপুকুর গ্রামের বাসিন্দারা জানান,
জাহাঙ্গীর দীর্ঘদিন ভারত-বাংলাদেশের মধ্যে চোরাকারবারির সঙ্গে জড়িত। তিনি বাংলাদেশ
থেকে বিভিন্ন প্রকার মালামাল ভারতে নিয়ে বিক্রি করতেন এবং ভারত থেকেও বিভিন্ন
প্রকার মালামাল নিয়ে বাংলাদেশে বিক্রি করতেন।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমির আব্বাস
জানান, বিজিবির মাধ্যমে খবর পেয়ে পাঁচভুলাট সীমান্ত থেকে মরদেহটি উদ্ধার করে
ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে,
তাকে হত্যা করে মরদেহ ইছামতি নদীর পাড়ে ফেলে গেছে কেউ।
খুলনা ২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খুরশীদ
আনোয়ার জানান, সীমান্তের শূন্যরেখা ইছামতি নদীর পাড়ে উলঙ্গ অবস্থায় এক ব্যক্তির
মরদেহ পড়ে ছিল। সেটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। হত্যাকাণ্ডের
রহস্য উদঘাটনের জন্য তদন্ত চলছে।


