ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় দশম শ্রেণির এক
শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে একই বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক ও উপজেলা
আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুনকে গ্রেপ্তার করেছে
পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বিদ্যালয়ের আইসিটি
শিক্ষক হারুন দীর্ঘদিন যাবত দশম শ্রেণির ওই ছাত্রীকে উত্যক্ত করছিলেন। গত ৮
অক্টোবর কৌশলে ওই ছাত্রীকে হারুন তার মার্কেটের তিন তলায় নিয়ে শ্লীলতাহানি করে।
এ ব্যাপারে ওই ছাত্রীর বাবা গত ২৪ অক্টোবর
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন। দীর্ঘদিন তদন্ত
শেষে ঘটনার সত্যতার প্রমাণ পাওয়ায় পুলিশ গতকাল সোমবার রাতে হারুনকে গ্রেপ্তার
করেছে।
এ ব্যাপারে ওসি মো. আল আমিন বলেন, প্রাথমিক
তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় শিক্ষক হারুনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার
সকালে তাকে শেরপুর কোর্টে সোপর্দ করা হয়েছে।


