বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় গ্রেপ্তার বৃদ্ধের কারা হেফাজতে মৃত্যু
নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়
আন্দোলনকারীদের একজনকে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার এক আসামি কারাবন্দি
অবস্থায় মারা গেছেন। সোমবার ভোরের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান
তিনি।
আব্দুল আউয়াল নামে ৬২ বছর বয়সী ওই ব্যক্তি গত
সেপ্টেম্বর মাসে একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে বন্দি ছিলেন বলে জানান
নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার ফোরকান ওয়াহিদ।
জেল সুপার বলেন, ‘তার
হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যা থাকায় তিনি কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সোমবার রাত সাড়ে একটার দিকে তিনি হাপানিজনিত সমস্যায় আক্রান্ত হওয়ায় তাকে
নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে ঢাকা মেডিকেল কলেজ
হাসপাতালে পাঠানো হয়। ভোররাতের দিকে তার মৃত্যুর সংবাদ পাই।’
আবদুল আউয়াল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হাউজিং
এলাকার বাসিন্দা। ওই এলাকায় তার রড-সিমেন্টের ব্যবসা রয়েছে। স্থানীয় হাউজিং প্লট
মালিক সমিতিরও পরিচালক তিনি।
তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুইটি
হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের করা মামলা ছিল। দু’টি মামলাতেই তিনি
এজাহারনামীয় আসামি।
তার ছেলে মো. কামরুজ্জামান জানান, গত ১২
ডিসেম্বর একটি মামলায় এবং ১৫ ডিসেম্বর আরেকটি মামলায় হাইকোর্ট থেকে আবদুল আউয়ালের
জামিন আদেশ হয়। গত রোববার তিনি বাবার সঙ্গে দেখা করে জামিনের বিষয়টিও তাকে জানান।
আউয়ালের হৃদরোগ ছিল জানিয়ে তার ছেলে বলেন, ‘আমার
বৃদ্ধ বাবা হার্টের রোগী ছিলেন। তিনি এর আগে চারবার হার্ট-অ্যাটাক করেছেন। তিনি
কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। স্থানীয় কয়েকজনের সঙ্গে শত্রুতাবশত ওই
মামলাগুলোতে তাকে আসামি করা হয়।’
গত ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
চলাকালীন সিদ্ধিরগঞ্জে গুলিবিদ্ধ হয়ে মারা যান অটোমোবাইল মিস্ত্রি মোস্তফা কামাল
রাজু (৩৬)। পরে এই ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা রেন তার স্ত্রী আকলিমা
আক্তার। গত ২ সেপ্টেম্বর ওই মামলায় গ্রেপ্তার হন আব্দুল আউয়াল।


