খামারের সামনে পড়ে ছিল ‘চাঁদা দাবি’ সম্বলিত চিরকুট ও বোমাসদৃশ বস্তু
মেহেরপুরের গাংনী
উপজেলার হিজলবাড়ীয়া গ্রামের ইসারুল ইসলামের গরুর খামারের সামনে থেকে দুটি
বোমাসদৃশ বস্তু ও চাঁদা দাবি সম্বলিত চিরকুট উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে গাংনী
থানা পুলিশ এগুলো উদ্ধার করে থানা হেফাজতে নেয়। ইসারুল ইসলাম হিজলবাড়ীয়া গ্রামের
আব্দুল মালেকের ছেলে।
স্থানীয় ও ভুক্তভোগী
সূত্রে জানা গেছে, ইসারুল ইসলামের বাড়ির পাশের গরুর খামারের সামনে শপিং ব্যাগের
মধ্যে বোমা সাদৃশ্য বস্তু দেখতে পান পথচারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাংনী
থানা পুলিশের একটি দল। লাল স্কচ টেপ দিয়ে মোড়ানো বোমা সদৃশ বস্তু দুটি পানি ও বালু
ভর্তি একটি পাত্রে রেখে থানায় নেওয়া হয়।
ওই ব্যাগের মধ্য থেকে
উদ্ধার হওয়া চিরকুটে লেখা রয়েছে- ৩ লাখ টাকা চাঁদা না দিলে বাড়ি ঘর থাকবে না। টাকা
না দিলে তাকে মেরে ফেলা হবে।
ইসারুল ইসলাম দীর্ঘদিন ধরে প্রবাসে ছিলেন। বছর খানেক আগে বাড়ি ফিরে একটি গরুর
খামার করেছেন। কারা বোমা রেখে চাঁদা দাবি করছে, তা নিশ্চিত হতে পারেনি ইসারুল
ইসলাম।


