ফোনে কথা বলছিলেন, হঠাৎ পা ফসকে ড্রেনে তলিয়ে গেলেন যুবক
ভোলার চরফ্যাসনে সড়কের ওপর নির্মিত ড্রেনের
কালভার্টের ওপর থেকে নিচে পড়ে মো. মঞ্জু (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাতে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের টাউন মাধ্যমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা
ঘটে। স্থানীয় লোকজন তাকে ড্রেন থেকে উদ্ধারে ব্যর্থ হয়ে চরফ্যাসন ফায়ার সর্ভিসকে
খবর দেয়। রাত ৯টায় ফায়ার সার্ভিস কর্মীরা ঘণ্টাখানেকের চেষ্টায় তাকে উদ্ধার করে
চরফ্যাসন হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মঞ্জু ওই
গ্রামের মৃতু আনোয়ার আলীর ছেলে। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক।
স্থানীয়রা জানান, মুঞ্জু রাত ৮টার দিকে ড্রেনের
ওপর নির্মিত কালভার্টের হাতলের ওপর দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন। হঠাৎ পা ফসকে
ময়লাভর্তি গভীর ড্রেনে পড়ে তলিয়ে যায়।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আসাদুজ্জামন লিখন
জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ড্রেন থেকে ওই যুবককে উদ্ধার করে চরফ্যাসন
হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চরফ্যাসন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার
জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা
হয়েছে।


