সাংগঠনিক কাঠামো বর্ধিত করল জাতীয় নাগরিক কমিটি

ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের কার্যক্রমকে সম্প্রাসারিত করার লক্ষ্যে এবং জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে সমুন্নত রাখতে জাতীয় নাগরিক কমিটির সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করা হয়েছে। সোমবার রাতে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী এবং সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে আগের মতোই নাসীরুদ্দীন পাটওয়ারী আহ্বায়ক, আখতার হোসেন সদস্য সচিব, সামান্তা শারমিন মুখপাত্রের দায়িত্ব পালন করবেন। সারজিস আলম পেয়েছেন মুখ্য সংগঠকের দায়িত্ব। 

নতুন করে আটজন যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিব, পাঁচজন সহ মুখপাত্র, চারজন যুগ্ম মুখ্য সংগঠক এবং ১৪ জন সদস্যকে সংগঠক করা হয়েছে। 

যুগ্ম-আহ্বায়ক হিসেবে আরিফুল ইসলাম আদীব, আলী আহসান জুনায়েদ, মনিরা শারমিন, সারোয়ার তুষার, মানজুর-আল-মতিন, ডা. তাসনিম জারা, আতিক মুজাহিদ, আশরাফ উদ্দিন মাহদিকে মনোনীত করা হয়েছে।