জ্যেষ্ঠ সচিব থেকে পদত্যাগ, দুদক চেয়ারম্যান হচ্ছেন আবদুল মোমেন
স্বরাষ্ট্র
মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব পদ থেকে পদত্যাগ করেছেন ড. মোহাম্মদ আবদুল মোমেন। গতকাল
সোমবার তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিজের পদত্যাগপত্র জমা দেন।
তবে জনপ্রশাসন
মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, তিনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হতে
পারেন। এ জন্যই তিনি জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিবের পদ থেকে পদত্যাগ করেছেন।
মন্ত্রণালয় সূত্রে জানা
গেছে, ড. মোমেনকে বিধিবদ্ধ সংস্থা দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান করা
হচ্ছে। এ বিষয়ে সরকার গঠিত সার্চ কমিটিও তাদের প্রস্তাব চূড়ান্ত করেছে। কিন্তু
কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ পেতে হলে তাকে অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী হতে
হবে। সরকারের বিভিন্ন সেক্টরে তার কমপক্ষে ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এজন্য
তিনি পদত্যাগ করে থাকতে পারেন বলে দায়িত্বশীল সূত্র জানিয়েছে।
গত ১৮ আগস্ট স্বরাষ্ট্র
মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান ড.
মোমেন। ১ অক্টোবর তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত
দায়িত্ব গ্রহণ করেন।
৫ আগস্টের পর পরিবর্তিত
প্রশাসনে এ সময় যারা আলোচিত শীর্ষ কর্মকর্তা, তাদের মধ্যে ড. মোমেন অন্যতম। তাকে
জননিরাপত্তা বিভাগের দায়িত্ব দেওয়া হয়। তার সঙ্গে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর
রশীদ, প্রধান উপদেষ্টার মুখ্যসচিব এম সিরাজ উদ্দিন মিয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের
সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানকেও গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে।
ড. মোহাম্মদ আবদুল
মোমেন বিসিএস ১৯৮২ (বিশেষ) প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তিনি ১৯৮২ সালে সহকারী
কমিশনার হিসেবে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। পরবর্তী সময়ে তিনি
মাঠ প্রশাসনের বিভিন্ন স্তরে এবং কেন্দ্রীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে কর্মরত
ছিলেন। ড. মোমেন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা
(ইউএনও) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।


