গাজার হাসপাতাল ইসরায়েলি হামলা

অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে এখনও চালু থাকা সর্বশেষ হাসপাতালগুলোর অন্যতম কামাল আদওয়ান হাসপাতালে শুক্রবার হামলা চালিয়েছে ইসরায়েল। 

হাসপাতালটির পরিচালক হোসাম আবু সাফিয়েহ নিশ্চিত করেছেন এই তথ্য।

আইডিএফের বর্বরোচিত এই হামলায় অন্তত চার স্বাস্থ্যকর্মী ও কয়েক ডজন রোগী নিহত হয়েছেন। এতে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৪ হাজার ৬০০ জনে পৌঁছেছে। হামলার পর হাসপাতালটিতে এখন চিকিৎসাসেবা দেওয়ার মতো আর কোনো সার্জন অবশিষ্ট নেই।

এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী শুক্রবার রাতে সিরিয়া-লেবানন সীমান্তে হিজবুল্লাহর কথিত অস্ত্র পাচার রুট লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে। হামলার কারণে এর পরপরই সিরিয়া ও লেবাননের মধ্যকার আল-আরিদা সীমান্ত ক্রসিংটি আবারও বন্ধ হয়ে গেছে। আলজাজিরা।