ট্রফি জিতে কত টাকা পেল চ্যাম্পিয়ন রংপুর?
গায়ানায় গ্লোবাল সুপার লিগের ফাইনালে
ভিক্টোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স।
সৌম্য সরকারের বিধ্বংসী এক ইনিংসে ভর করেই ৩ উইকেটে ১৭৮ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ
দাঁড় করায় রংপুর। ওই রান তাড়া করতে নেমে ১২২ রানে অলআউট হয় ভিক্টোরিয়া। এতে
অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারায় রংপুর।
এই সাফল্যে মোটা অঙ্কের অর্থও পেয়েছে নুরুল
হাসান সোহানের দল। চ্যাম্পিয়ন প্রাইজমানি তো আছেই সঙ্গে লিগ পর্বের প্রতি ম্যাচের
অ্যাপিয়ারেন্স মানি দুইয়ে মিলে বাজিমাত করল রংপুর রাইডার্স। টুর্নামেন্টে
চ্যাম্পিয়ন হয়ে প্রাইজমানি হিসেবে দলটি জিতেছে ৫ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায়
প্রায় ৬ কোটি টাকা।
লিগ পর্বে দুটি ম্যাচ জিতে ফাইনালে ওঠে রংপুর।
ওই ম্যাচের জন্যও ছিল আলাদা করে অর্থ পুরস্কার। লিগ পর্বের দুটি ম্যাচ জিতে তারা
পেয়েছিল ৫০ হাজার ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ লাখ টাকা। তার মানে
সবমিলিয়ে সাড়ে ৬ কোটি টাকার বেশি অর্থ পেয়ে গেল গ্লোবাল সুপার লিগ জেতা রংপুর
রাইডার্স।


