জ্বালানি সাশ্রয় ও খাদ্য নিরাপত্তা বৃদ্ধিতে এডিবি-মেঘনা গ্রুপের চুক্তি
জ্বালানি সাশ্রয় ও
খাদ্য নিরাপত্তা বৃদ্ধিতে ২০ মিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে এশীয়
উন্নয়ন ব্যাংক (এডিবি) ও মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) সাবসিডিয়ারি
তানভীর ডাল মিলস অ্যান্ড ফ্লাওয়ার মিলস লিমিটেড। চুক্তি আওতায় বাংলাদেশে একটি
অত্যাধুনিক ও জ্বালানিসাশ্রয়ী আটা কারখানা স্থাপন করা হবে।
নতুন প্রকল্প বাস্তবায়ন
হলে এমজিআইয়ের আটা উৎপাদন বর্তমানের তুলনায় দ্বিগুণ পরিমাণে উন্নীত হবে। এতে
বিদ্যুৎ সাশ্রয় হবে ৩৭ শতাংশ।
চুক্তির আওতায় নির্মিত
নতুন কারখানায় প্রতি বছর উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি সাশ্রয় হবে। এতে কোম্পানির
পরিচালন ব্যয়ও কমে আসবে। এছাড়া প্রতি বছর প্রায় ৮ হাজার ২০০ টন কার্বন ডাই
অক্সাইড নিঃসরণ কমাতে সাহায্য করবে।
এমজিআই কর্তৃপক্ষ বলছে,
নতুন কারখানায় ৬ লাখ ৬০ হাজার টন গম উৎপাদন সম্ভব হবে, যা দেশীয় কৃষি উৎপাদনে
অবদান রাখার পাশাপাশি খাদ্য নিরাপত্তা বৃদ্ধিতে অবদান রাখবে।
এশীয় উন্নয়ন ব্যাংকের
প্রাইভেট সেক্টর অপারেশনসের মহাপরিচালক সুজান গ্যাবুরি বলেন, এই প্রকল্প
বাংলাদেশের টেকসই শিল্প উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জ্বালানি-সাশ্রয়ী
প্রযুক্তির প্রচার এবং পণ্যের গুণগত মান উন্নত করার মাধ্যমে এডিবি ও এমজিআই দেশের
খাদ্য নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা ও পরিবেশগত সুরক্ষায় অবদান রাখবে।
এ বিষয়ে এমজিআইয়ের
চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফা কামাল বলেন, প্রকল্পটি খাদ্য
নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ১৬০ জনের বেশি কর্মসংস্থান সৃষ্টি করবে। এটি
এসএমই খাতের প্রায় ১ লাখ ৫০ হাজার বিক্রেতার সঙ্গে পরোক্ষভাবে জড়িত থাকবে। ফলে
নতুন বাজার সৃষ্টি ও শিল্পায়নেও অবদান রাখবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে,
এটি বাংলাদেশের অর্থনীতিতে টেকসই জিডিপি বৃদ্ধিতে সহায়ক হবে।


