ময়মনসিংহে সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপনে ২৪.৩ মিলিয়ন ডলার দেবে এডিবি
ময়মনসিংহে ২০ মেগাওয়াট
গ্রিড-সংযুক্ত সৌর ফটোভোলটাইক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য মুক্তাগাছা সোলারটেক
এনার্জি লিমিটেডের (এমএসইএল) সঙ্গে ২৪.৩ মিলিয়ন ডলারের চুক্তি সই করেছে এশীয়
উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ২৯১ কোটি ২১ লাখ ৭ হাজার ৫৫৩
টাকা।
এডিবি জানায়,
মুক্তাগাছা সোলারটেকের জন্য অর্থায়ন, অবকাঠামো নির্মাণ এবং সিন্ডিকেট করেছে
সংস্থাটি। এটি বাংলাদেশভিত্তিক জেনারেটর কোম্পানি জুলস পাওয়ার লিমিটেডের (জেপিএল)
মালিকানাধীন।
সংবাদ বিজ্ঞপ্তিতে
এডিবি জানায়, এ ঋণের মধ্যে এডিবি থেকে দেওয়া হবে ১৫.৫ মিলিয়ন ডলার এবং এডিবি
পরিচালিত লিডিং এশিয়াস প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার ফান্ড-২ (এলইএপি-২) থেকে দেওয়া
হবে ৮.৮ মিলিয়ন ডলার।
এ প্রকল্পের অধীনে ২০
মেগাওয়াট (মেগাওয়াট) গ্রিড-সংযুক্ত সৌর ফটোভোলটাইক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ ও
পরিচালনা করা হবে। এটি আন্তর্জাতিক অর্থায়নকারীদের সমর্থনপ্রাপ্ত দেশের প্রথম
বেসরকারি খাতের ইউটিলিটি-স্কেল সৌর স্থাপনার একটি।


