মানববন্ধনে বিষাক্ত ব্যাটারি কারখানা বন্ধের দাবি

জনবহুল এলাকায় বিষাক্ত ব্যাটারি কারখানা বন্ধের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। গতকাল রোববার বিকেলে উপজেলার তারাবো পৌরসভার মৈকুলী এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এতে বক্তারা ওই এলাকার যেংদা নামের বিষাক্ত ব্যাটারি কারখানা বন্ধের আহ্বান জানান। 
বক্তারা বলেন, রূপগঞ্জের মৈকুলী এলাকাটি জনবহুল। বন্ধ একটি কারখানা ভাড়া নিয়ে যেংদা নামের একটি কারখানায় বিষাক্ত ব্যাটারি উৎপাদন চলছে। কারখানার দেওয়াল ঘেঁষেই মৈকুলী বাজারের অবস্থান। পাশেই কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও আবাসিক এলাকা। এ কারখানায় বিষাক্ত সিসা গলানোর সময় সাদা ধোঁয়া এক কিলোমিটারেরও বেশি এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় গলা শুকিয়ে দমবন্ধ হওয়ার উপক্রম হয় এলাকাবাসীর। শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন তারা। দ্রুত সময়ের মধ্যে এ কারখানাটি বন্ধে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। 
স্থানীয় ব্যবসায়ী আকবর হোসেন বলেন, কারখানাটির বিষাক্ত ধোঁয়ার কারণে বাজারে ক্রেতা কমে গেছে। সব ধরনের ব্যবসায় ক্ষতি হচ্ছে। 
মানববন্ধনে অংশ নেওয়া সোহেল নামের এক চিকিৎসক বলেন, বিষাক্ত ধোঁয়া জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে। এলাকায় শ্বাসকষ্ট, হাঁপানি, অ্যাজমাসহ নানা রোগে আক্রান্ত ব্যক্তির সংখ্যা বাড়ছে। যা জনস্বাস্থ্যের জন্য বিশাল হুমকিস্বরূপ।
স্থানীয় সূত্র জানায়, ওই কারখানাটির সব কর্মকর্তা চীনা নাগরিক। এ বিষয়ে মন্তব্য জানতে সেখানে দোভাষী হিসেবে কর্মরত মো. মামুনের সঙ্গে যোগাযোগ করেন এ প্রতিনিধি। প্রথমে তিনি ফোনকল রিসিভ করলেও সাংবাদিক পরিচয় পেয়েই সংযোগ কেটে দেন। পরে আর কল ধরেননি।