ফাঁসির দুই আসামি লাপাত্তা, ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি
কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে ফাঁসির
দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে জামিনে বেরিয়ে লাপাত্তা হওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত
কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার এ কমিটি গঠন করা হলেও রোববার বিষয়টি জানাজানি
হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির প্রধান ব্রাহ্মণবাড়িয়ার জেল সুপার মো. শাহ আলম।
কমিটিতে লক্ষ্মীপুর কারাগারের জেলার নূর
মোহাম্মদ সোহেল ও খাগড়াছড়ি কারাগারের ডেপুটি জেলার তোফায়েল আহমেদকে সদস্য করা
হয়েছে।
এদিকে লক্ষ্মীপুরের আদালত থেকে পুনরায়
গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ১৭ দিনেও ওই দুই আসামিকে গ্রেপ্তার করা যায়নি। দু’জনকে
ধরতে তাদের ছবি নিয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী মাঠে অভিযান চালাচ্ছে। ছবিসহ তথ্য
পাঠানো হয়েছে স্থলবন্দর ও ইমিগ্রেশনে।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, লক্ষ্মীপুরের
কমলনগর থানায় ২০১৪ সালের ২৯ ডিসেম্বর সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা হয়। ওই
মামলায় ২০১৭ সালের ২৯ মার্চ বিচারক চারজনের ফাঁসির রায় দেন। তাদের মধ্যে
সানাউল্লাহ ও আবদুর রহিমকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার এবং মো. হারুন ও আবুল
কাশেমকে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে বন্দি রাখা হয়। এদিকে জেল আপিলে
আসামিপক্ষ খালাস চেয়ে উচ্চ আদালতে আপিল করে। উচ্চ আদালত চার আসামিকে খালাস দেন। এ
আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ উচ্চ আদালতে আপিল করে। মুক্তির আদেশের বিরুদ্ধে আট
সপ্তাহের স্থগিতাদেশ দেন উচ্চ আদালত। এ তথ্য গোপন করে গত ১২ নভেম্বর দুই
আসামিকে কুমিল্লা কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জেলার
আব্দুল্লাহিল আল-আমিন বলেন, তদন্ত কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন
দাখিলের জন্য বলা হয়েছে।


