আন্দোলনে আহতদের দেখতে হাসপাতালে আইজিপি

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের দেখতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) গিয়েছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। রোববার বিকেলে তিনি নিটোরে যান। 

আইজিপি হাসপাতালে আহতদের চিকিৎসার খোঁজখবর নেন। তাদের অবদানের জন্যই জনগণ আজ মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছেন বলে মন্তব্য করেন তিনি। 

এ সময় জুলাই-আগস্টের ঘটনায় হওয়া মামলাগুলো দ্রুত তদন্তের প্রতিশ্রুতি দিয়ে বাহারুল আলম বলেন, পুলিশ ছাত্র-জনতার প্রত্যাশা অনুযায়ী জনাকাঙ্ক্ষা পূরণে অঙ্গীকারবদ্ধ।