বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার চালক আবুলের

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার কমলমুন্সির হাটের পূর্ব পাশে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়েছে। রোববার সকালে এ দুর্ঘটনায় অটোরিকশার চালক আবুল কালাম (৫৫) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এতে আরও ২ জন আহত হয়েছে।

নিহত আবুল কালাম উপজেলার খরনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উত্তর খরনা এলাকার ফকিরপাড়া গ্রামের কালা মিয়ার ছেলে। আহতরা হলেন, মো. আব্দুল জব্বার প্রকাশ লিটা ও মর্জিনা বিনতে হ্যাপি। তারা দুইজন স্বামী-স্ত্রী। তাদের বাড়ি উপজেলার কচুয়াই ইউনিয়নের ফারুকীপাড়া গ্রামে।

সকালে একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া ক্রসিং হাইওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক আনিসুর রহমান।

পটিয়া ক্রসিং হাইওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক আনিসুর রহমান সমকালকে জানান, দুর্ঘটনার পর ওই সড়কের দুইপাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এ ছাড়া নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় আইনগত পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।