মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে শিক্ষার্থীসহ দু’জন নিহত

পাবনার বেড়ায় মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শিক্ষার্থীসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই জন। আহতদেরকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাশিনাথপুর-কাজিরহাট মহাসড়কের সিন্দুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, ‘কাশিনাথপুর সিন্দুরি এলাকায় মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ চারজন আহত হন। এদের মধ্যে মোটরসাইকেল চালক পরশ হোসেন ও ইজিবাইক চালক পুষ্প প্রামাণিক মারা গেছেন। আহত দু’জন পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন।