মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে শিক্ষার্থীসহ দু’জন নিহত
পাবনার বেড়ায় মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শিক্ষার্থীসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই জন। আহতদেরকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাশিনাথপুর-কাজিরহাট মহাসড়কের সিন্দুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে যাত্রী নিয়ে ইজিবাইকটি কাশিনাথপুর থেকে কাজিরহাটের দিকে যাচ্ছিল। আর মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে কাশিনাথপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সিন্দুরিয়া এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন আহত হন। তাদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেওয়ার পথে পরশ ও পুষ্পর মৃত্যু হয়। আহত দু’জনকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


