ব্র্যাক ব্যাংকের শাখার আমানত ১০ মাসে বাড়ল ১০ হাজার কোটি টাকা

২০২৪ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত প্রথম ১০ মাসে ১০ হাজার কোটি টাকার নিট আমানত প্রবৃদ্ধির এক অনন্য মাইলফলক অর্জন করেছে ব্র্যাক ব্যাংক ব্রাঞ্চ নেটওয়ার্ক। শুধু শাখার নেটওয়ার্কে এ পরিমাণ আমানত বেড়েছে বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ব্র্যাক ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, শাখার নেটওয়ার্কের বাইরেও তাদের আমানত রয়েছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চ্যালেঞ্জিং অর্থনৈতিক পরিবেশ সত্ত্বেও ব্র্যাংক ব্যাংকের এমন লক্ষণীয় আমানত প্রবৃদ্ধি ব্যাংকিং খাতে ব্যাংকটির শক্তিশালী অবস্থান এবং গ্রাহক আস্থার প্রতিফলন। এমন অর্জন উদযাপনের লক্ষ্যে গত ১৭ নভেম্বর ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে টেন অন টেন শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক এবং ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্টের অন্যান্য সদস্য। এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র জোনাল হেড ফর নর্থ এ.কে.এম. তারেক, সিনিয়র জোনাল হেড ফর সাউথ তাহের হাসান আল মামুন এবং ব্রাঞ্চ নেটওয়ার্কের রিজিওনাল হেড, ক্লাস্টার হেড ও ব্রাঞ্চ ম্যানেজার।

ব্রাঞ্চ নেটওয়ার্কের এমন অর্জন সম্পর্কে সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, গ্রাহক আমানতে লক্ষণীয় প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে আমাদের সাফল্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে গ্রাহকদের সঙ্গে আমাদের সম্পর্ক এবং যোগাযোগ। আমাদের ব্রাঞ্চ নেটওয়ার্কের সম্প্রসারণ, গ্রাহকসেবার উন্নয়ন এবং ডিজিটাল ব্যাংকিং সেবার আধুনিকায়নে আমাদের অব্যাহত প্রচেষ্টাই প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করেছে। আমরা আশাবাদী, আমাদের এমন প্রবৃদ্ধি সামনের বছরগুলোতে আরও বাড়বে।