কারাগারে পাঠানোর আদেশ শুনে পালাল আসামি, সাময়িক বরখাস্ত দুই পুলিশ
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম)
আদালত থেকে পালিয়ে গেছে ডাকাতির মামলার এক আসামি। কারাগারে পাঠানোর আদেশ শুনে
আরিফুল ইসলাম আরিফ নামে ওই আসামি পালিয়ে যায়।
শনিবার সন্ধ্যায় সিএমএম আদালতের একটি এজলাসে এ
ঘটনা ঘটে। পলাতক আরিফুল হাতিরঝিল থানার ডাকাতি মামলার আসামি।
পুলিশ জানিয়েছে- তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
এ ঘটনায় পুলিশের দু’জন সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
জানা গেছে, এক দিনের রিমান্ড শেষে আসামি আরিফকে
আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। আদালত তাকে কারাগারে
পাঠানোর আদেশ দেয়। আদেশের পর এজলাস থেকে বের করার সময় পালিয়ে যায় আরিফ। এ সময়
আসামির দায়িত্বে ছিলেন পুলিশ কনস্টেবল সিরাজ ও কাজল।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার
(প্রসিকিউশন বিভাগ) তারেক জুবায়ের বলেন, এ ঘটনায় রাজধানীর কোতয়ালি থানায় মামলা
হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে পুলিশের দু’জন সদস্যকে সাময়িকভাবে
বরখাস্ত করা হয়েছে। এছাড়া আদালত চত্বরে নিরাপত্তা আরও জোরদার করা হবে।


