কেপিসিএলের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশায় বিনিয়োগকারীরা !

সাইমউল্লাহ সবুজ: সরকারের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) চলতি বছরের ২৪ মার্চ
শেষ হলেও পরবর্তী সময়ে বিশেষ সুবিধায় উৎপাদন কার্যক্রম চালু রাখে খুলনা পাওয়ার
কোম্পানি লিমিটেড (কেপিসিএল)। তবে বিদ্যুৎ উৎপাদনে চাহিদা না দেয়ায় সম্প্রতি দুটি
উৎপাদন ইউনিট বন্ধের ঘোষণা দিয়েছে কোম্পানিটি। হাসিনা সরকারের আমলে বিদ্যুৎ খাতে
বিশেষ বিধান (দায়মুক্তি) আইনটি অন্তর্বর্তীকালীন সরকার বিবেচনা করছে না।
এর আওতায় লাইসেন্স দেয়া বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রের চুক্তিগুলোও পর্যালোচনা করছে
সরকার। তাই এই বিধান অনুসারে নতুন করে পিপিএ হওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে।
উৎপাদন চুক্তি না থাকা এবং নতুন চুক্তির সম্ভাবনা না থাকায় বিদ্যুৎ উৎপাদনকারী
কোম্পানিটির ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এতে বিনিয়োগকারীদের মধ্যে তৈরি
হয়েছে ধোঁয়াশা।
যদিও গত
কয়েক বছর ধরেই কোম্পানিটির শেয়ার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন বিনিয়োগকারীরা। এতে ২০১০
সালে তালিকাভুক্তির সময় থাকা ১৯৪ টাকা দর নেমেছে তলানিতে। বর্তমানে এটি ১১ টাকা ৯০
পয়সায় লেনদেন হচ্ছে। মাঝে দুই বছর ফ্লোর প্রাইসে ২৬ টাকা ৬০ পয়সায় আটকে ছিল দর। গত
২৮ আগস্ট ফ্লোর প্রাইস তুলে দেয়ার পর এর দর কমেই যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ
(ডিএসই) তথ্যমতে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সঙ্গে কেপিএসএলের
সঙ্গে দুই বছরের জন্য হওয়া বিদ্যুৎ ক্রয় চুক্তি ২০২৪ সালের ২৪ মার্চ শেষ হয়।
চুক্তির মেয়াদ শেষে কোম্পানিটির দুটি ইউনিটের (খুলনার কেপিসি ইউনিট-২-এর ১১৫
মেগাওয়াট প্লান্ট ও যশোরের নওয়াপাড়া কেপিসি ৪০ মেগাওয়াট প্লান্টের) উৎপাদন
কার্যক্রম স্বল্প সময়ের জন্য বন্ধ থাকে। তবে বিশেষ বিধান অনুসারে বিদ্যুৎ জ্বালানি
ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় ২০২৪ সালের ৯ ও ১২ মে থেকে
গ্যারান্টিযুক্ত অফটেক ছাড়াই ‘নো ইলেকট্রিসিটি, নো পেমেন্ট’
ভিত্তিতে ফের এসব প্লান্টের কার্যক্রম চালু হয়। তবে বিপিডিবির সঙ্গে আলোচনা
সত্ত্বেও আনুষ্ঠানিক কোনো ক্রয় চুক্তি হয়নি।
যদিও
বিপিডিবির তথ্য অনুসারে, ২০২২ সালে হওয়া চুক্তির মেয়াদ দুটি ইউনিটের মধ্যে যশোরের
নওয়াপাড়া কেপিসি ৪০ মেগাওয়াট প্লান্টের মেয়াদ ২০২৪ সালের ২৮ মে এবং খুলনার কেপিসি
ইউনিট-২-এর ১১৫ মেগাওয়াট প্লান্টের চুক্তির মেয়াদ বছরের ৩১ মে সমাপ্ত হয়। এরপর আর
বিদ্যুৎ ক্রয় করেনি প্রতিষ্ঠানটি। বর্তমানে বিপিডিবির ডেটাবেজে কেপিসিএলের কোনো
বিদ্যুৎকেন্দ্রের নামই নেই। এ বিষয়ে জানতে কেপিসিএলের কোম্পানি সচিব মো. মোজাম্মেল
হোসাইনের সঙ্গে যোগাযোগ করা হলে বিদ্যুৎ উৎপাদন সর্বশেষ কত তারিখে বন্ধ করা হয়েছে,
তা সুনির্দিষ্ট করে কিছু জানাননি। তিনি শেয়ার বিজকে বলেন, বিদ্যুৎ ক্রয় চুক্তির
মেয়াদ শেষ হলেও বিশেষ বিধান অনুসারে উৎপাদন চলমান ছিল। তবে বিদ্যুৎ উৎপাদনের
চাহিদা না পাওয়ায় দুটি উৎপাদন কেন্দ্র বন্ধ রাখা হয়েছে।
কোম্পানিটি সরকারের সঙ্গে নতুনভাবে বিদ্যুৎ ক্রয় চুক্তিতে ব্যর্থ হলে বিকল্প
পরিকল্পনা কী হবে তা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। যদিও
নতুন করে আর চুক্তি নবায়নের সুযোগ নেই বলে জানান বিপিডিবির কর্মকর্তারা। তারা
বলেন, বর্তমানে দেশে উৎপাদন সক্ষমতা চাহিদার তুলনায় অনেক বেশি। তাই শেষ হওয়া
চুক্তি নতুন করে নবায়ন নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই।
এদিকে
ফ্লোর প্রাইসে আটকে থাকায় দীর্ঘদিন নিশ্চল ছিল কেপিসিএলের শেয়ারদর। গত ২৮ আগস্ট
কোম্পানিটির ওপর থেকে ফ্লোর প্রাইস তুলে নেয়া হলে শেয়ারদরে পতন ঘটে। সর্বশেষ গতকাল
কোম্পানিটির শেয়ারদর ১১ টাকা ৯০ পয়সায় নেমে আসে, যা ২৮ আগস্ট ছিল ২৬ টাকা ৬০ পয়সা।
অর্থাৎ দুই মাসের কিছু বেশি সময়ে শেয়ারদর কমেছে ১৪ টাকা ৭০ পয়সা বা ৫৫ দশমিক ২৬
শতাংশ। তথ্য অনুসারে, ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাববছরে কোম্পানিটি সাধারণ বিনিয়োগকারীদের
জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি
আয় (ইপিএস) হয়েছে ১৫ পয়সা। আগের হিসাববছরে শেয়ারপ্রতি ১ টাকা ৬৭ পয়সা লোকসান
হয়েছিল। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ১৮
টাকা ৩৪ পয়সা।
এর আগে ২০২২-২৩ হিসাববছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে
কোম্পানিটি। ২০২৩ সমাপ্ত বছর শেষে কোম্পানিটির অডিটর প্রতিষ্ঠান কোম্পানিটির
আর্থিক পরিস্থিতি বিবেচনায় ২০২৪ সালে চুক্তির মেয়াদোত্তীর্ণ পরবর্তী পরিস্থিতি
নিয়ে উদ্বেগ প্রকাশ করে।
প্রসঙ্গত,
১৯৯৭ সালে দেশের প্রথম আইপিপি হিসেবে কেপিসিএলের যাত্রা শুরু। ২০১০ সালে
পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটি বর্তমানে জেড ক্যাটেগরিতে রয়েছে।
কোম্পানিটির অনুমোদিত মূলধন ৭০০ কোটি ও পরিশোধিত মূলধন ৩৯৭ কোটি ৪১ লাখ ৩০ হাজার
টাকা। রিজার্ভে রয়েছে ৩৬৫ কোটি ৩৫ লাখ টাকা।
কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৩৯ কোটি ৭৪ লাখ ১৩ হাজার ১৭৯। এর মধ্যে উদ্যোক্তা
পরিচালকের কাছে ৬৯ দশমিক ৯৯ শতাংশ শেয়ার রয়েছে; যার অর্ধেক সামিট গ্রুপ ও বাকি
অর্ধেক ইউনাইটেড গ্রুপের হাতে রয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৯
দশমিক ১৫, বিদেশি দশমিক ১০ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২০ দশমিক ৭৬ শতাংশ
শেয়ার। অন্যদিকে ইউনাইটেড পায়রা পাওয়ার কোম্পানির ৩৫ শতাংশ শেয়ার রয়েছে কেপিসিএলের
অধীনে।


