টাঙ্গাইলের টিলা ইটভাটার পেটে

টাঙ্গাইলের সখীপুর, ঘাটাইল ও মির্জাপুরে টিলা কেটে চলছে মাটি বিক্রি। এক যুগে এখানকার এক-তৃতীয়াংশ টিলা ধ্বংস হয়েছে। এখন টিলার মাটি ব্যবহার হচ্ছে ইটভাটায়। এতে উজাড় হচ্ছে বন, নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। স্থানীয়দের অভিযোগ, টিলা কাটায় জড়িত প্রভাবশালী ও আওয়ামী লীগ নেতারা। আর মাসোহারা পাওয়ায় এ বিষয়ে প্রশাসন নির্বিকার।

 

মির্জাপুরের পূর্বাঞ্চল এবং সখীপুর ও ঘাটাইলের অর্ধেকই টিলা জমি। অবৈধভাবে কেটে এসব টিলা ধ্বংস করা হয়েছে। লাল মাটির টিলায় শাল-গজারির যেসব গাছ ছিল, সেগুলোও হারিয়ে গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, টিলার মাটি কাটতে গড়ে তোলা হয়েছে একাধিক সংগঠন। এর মধ্যে সখীপুরে দুটি হেভি ইকুইপমেন্ট অ্যাসোসিয়েশনভেকু মালিক ব্যবসায়ী সমিতি আর মির্জাপুরে ইটভাটা মালিক সমিতির নেতৃত্বে টিলা কাটার তথ্য পাওয়া যায়।

 

হেভি ইকুইপমেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল হোসেন স্থানীয় আওয়ামী লীগের কোনো পদে নেই। তবে সাধারণ সম্পাদক জাহাঙ্গীর তারেক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। উপজেলা ভেকু মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি রাশেদ হাসান ও সাধারণ সম্পাদক রোকন খানও সরকার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এ দুটি সংগঠনের নেতৃত্বে টিলার মাটি বহনে চলাচল করে ট্র্যাফে ট্রাক্টর ও ড্রাম ট্রাক।

 

অন্যদিকে মির্জাপুরে ইটভাটা মালিক সমিতির নেতৃত্বে টিলার মাটি বিক্রি করা হচ্ছে ইটভাটায়। এ সমিতির নেতৃত্বে আছেন মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মঞ্জুরুল কাদের বাবুল।

সম্প্রতি মির্জাপুরের আজগানা, তরফপুর, বাঁশতৈল, লতিফপুর এবং গোড়াই ইউনিয়নের বিভিন্ন গ্রামে টিলা কাটতে দেখা যায়। স্থানীয়দের ভাষ্য, দিনরাত টিলা কাটা হলেও উপজেলা প্রশাসন কিংবা পরিবেশ অধিদপ্তর গা করছে না। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন গ্রামের বন বিভাগ ছাড়াও ব্যক্তিমালিকানার অনেক টিলা কেটে ফেলা হয়েছে। স্থানীয় বাসিন্দা মিনহাজ মিয়া বলেন, আগে সখীপুর ও মির্জাপুরে ছোট-বড় অনেক টিলা ছিল। এখন টিলা খুঁজতে হয়। সরকারি মুজিব ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক সুনির্মল চন্দ্র বসু বলেন, নির্বিচারে টিলা নিধনের ফলে ভূপ্রকৃতি নষ্ট হচ্ছে। কমে যাচ্ছে গাছপালা। নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। আর জীববৈচিত্র্য ধ্বংস হওয়ায় বাড়ছে প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি।

 

অভিযোগের বিষয়ে সখীপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর তারেক সমকালকে বলেন, আমরা গাড়ির ব্যবসা করি। কেউ চাইলে ভাড়া দিই। তারা সেই গাড়ি টিলা কাটার কাজে ব্যবহার করলে আমাদের কিছু করার নেই। আমরা টিলা কাটার সঙ্গে জড়িত না।

 

সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন পাটওয়ারী জানান, টিলা কাটা বন্ধে তিনি কঠোর পদক্ষেপ নিয়েছেন। ধারাবাহিক অভিযানের ফলে টিলা কাটা অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। অন্যদিকে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ নুরুল আলম বলেন, টিলা কাটার সঙ্গে যে-ই জড়িত থাক, তাকে আইনের আওতায় আনা হবে।

 

ঘাটাইলে টিলা কটছে মাটি ব্যবসায়ীরা

ঘাটাইলে প্রায় ২৫ হাজার ৭১১ একর বনভূমি। তবে গত ১২ বছরে এর তিন ভাগের এক ভাগ অবৈধভাবে কেটে ফেলেছে মাটি ব্যবসায়ীরা। অভিযোগ রয়েছে, স্থানীয় সংসদ সদস্য আমানুর রহমান খান রানার লোকজন এ কাজে জড়িত। নির্বাচনে অনেক নেতাকর্মী তাঁর জন্য টাকা খরচ করেছেন। এখন টিলার মাটি বিক্রি করে সেই টাকা তুলছেন বলে অনেকে প্রকাশ্যে বলছেন।

 

তবে এই অভিযোগ অস্বীকার করেছেন সংসদ সদস্য আমানুর রহমান। সমকালকে তিনি বলেন, আমার কোনো লোক নেই, যারাই টিলা কাটুক তাদের আইনের আওতায় আনার জন্য ইউএনও এবং ওসিকে বলেছি। এ ব্যাপারে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

 

ঘাটাইল সদর থেকে ঘাটাইল-সাগরদীঘি সড়কসংলগ্ন লেংড়াবাজারের দূরত্ব প্রায় ছয় কিলোমিটার। এখানে বিশাল আকারের একটি টিলা কাটা হয়েছে। স্থানীয়রা জানান, লেংড়াবাজার এলাকার আবু সাইদ ও বীরখাগিয়ান গ্রামের খাজাসহ কয়েকজন টিলাটি কেটেছেন। সন্ধানপুর ইউনিয়নের শিমুলতলা এলাকায়ও টিলা কাটা হয়েছে। ঘাটাইল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মিলন মিয়া এতে জড়িত বলে অভিযোগ রয়েছে।

 

সাগরদীঘি ইউনিয়নের হারুন মিয়াকে লোকজন টিলার যম বলেন। লক্ষিন্দর ইউনিয়নের বাসাবাইদ এলাকার ভুট্টো, আকন্দেরবাইদে আব্দুল কাদের ওরফে কানা কাদের, সানবান্দা সলিং এলাকার দুলাল মিয়া, নতুন বাজারের জসিম মিয়া ও কাজলা গ্রামের খলিল মিয়া টিলা কাটায় জড়িত বলে স্থানীয়রা জানান। লক্ষিন্দর ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, টিলা কেটে সমতল ভূমি বানানো হয়েছে। বাধা দিলে উল্টো তারা হুমকি-ধমকি দেয়।

 

উপজেলার রসুলপুর ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় জাহাঙ্গীর হোসেন টিলা কাটেন বলে জানা যায়। তার সহযোগী হিসেবে আছেন সোহেল রানা, দুলাল ড্রাইভার ও ফরহাদ মিয়া। একই ইউনিয়নে কালারামপুর ঈদগাহ মাঠসংলগ্ন টিলাটি কেটেছেন আরিফ হোসেন। ধলাপাড়া ইউনিয়নের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফ হোসেন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী নিয়ে টিলা কাটেন বলে অভিযোগ রয়েছে। তবে আরিফ হোসেন বলেন, আমি কখনও মাটি কাটা ব্যবসার সঙ্গে জড়িত  ছিলাম না।

 

ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরতিজা হাসান জানান, টিলা কাটা রোধে তারা কঠোর অবস্থানে রয়েছেন। প্রায় ৪০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জড়িতদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক জমির উদ্দিন জানান, টিলা কাটার অপরাধে সম্প্রতি ৩০ জনকে গ্রেপ্তার ও ৩৫টি ট্রাক তারা জব্দ করেছেন।

টিলা কাটা ঠেকাতে নজরদারি চলছে বলে জানিয়েছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম। সমকালকে তিনি বলেন, খবর পেলেই জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে।