এনআরবিসি ব্যাংকের আমানত ও ঋণ বিতরণ বেড়েছে

চলতি বছরের জুন শেষে এনআরবিসি ব্যাংকে আমানতের পরিমাণ ১৯ শতাংশ বেড়ে হয়েছে ১৭ হাজার ৭৫৩ কোটি টাকা। আগের বছরের জুনে যা ছিল ১৪ হাজার ৯১৭ কোটি টাকা।

 

অন্যদিকে ঋণ বিতরণ ১২ হাজার ৪১৬ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ১৪ হাজার ৩৪৮ কোটি টাকা।

 

গত সোমবার ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে এসব তথ্য জানানো হয়। ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল সভায় সভাপতিত্ব করেন।