কেক কেটে রোনালদোকে স্বাগত জানালো আল নাসর

আন্তর্জাতিক বিরতি কাটিয়ে নিজের ক্লাবে ফিরেছেন পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি আরবে ফিরতেই বিশেষ কেক বানিয়ে রোনালদোকে স্বাগত জানিয়েছে আল নাসর।
রোনালদোকে ঘিরে আল নাসরের এই উৎসব মূলত জাতীয় দলের জার্সিতে তার একটি বিশ্ব রেকর্ড গড়ার কারণে। ইউরো ২০২৪ বাছাইয়ে লিখটেনস্টেইন ও লুক্সেমবার্গের বিপক্ষে দুই ম্যাচেই করেছেন জোড়া গোল। আন্তর্জাতিক ফুটবলে গড়েন অনন্য রেকর্ডও। লিখটেনস্টেইনের বিপক্ষে ম্যাচ শেষে তিনি হন আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার। এ কারণেই মূলত তাকে সংবর্ধনা দিয়েছে আল নাসর।
রোনালদোর জন্য আল নাসরের দেওয়া কেকটি বানানো হয়েছে পর্তুগালের লাল-সবুজ জার্সির রঙয়ে। তার উপরে জাতীয় দলের হয়ে রোনালদোর বিভিন্ন সময়ের উদযাপনের ছবি। নিচের দিকে লেখা 'হিস্টোরি' মানে ইতিহাস।
আল নাসর তাদের টুইটার অ্যাকাউন্টে কেক সামনে নিয়ে রোনালদোর হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করেছে। 'ক্যাপশনে লেখা, আমরা ইতিহাস উদযাপন করলাম।'
ক্লাবে ফিরে এমন সংবর্ধনা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রোনালদো। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, 'আন্তর্জাতিক খেলোয়াড় হিসেবে আমার সবচেয়ে বেশি ম্যাচ খেলার অর্জনকে উদযাপন করার জন্য আল-নাসর এবং আমার সতীর্থদের ধন্যবাদ।' এই পোস্টে সতীর্থ আবদুল রহমান ঘারিবকে জন্মদিনের শুভেচ্ছাও জানান রোনালদো।
ইউরোর বাছাইপর্বের ম্যাচ শেষে মাদ্রিদ ঘুরে আল-নাসরে যোগ দিয়েছেন রোনালদো। আগামী ৫ এপ্রিল সৌদি প্রো লিগে তার দলের পরের ম্যাচ আল আদালাহের বিপক্ষে।


