সিআইপি পদক পেলেন এনআরবি ব্যাংকের চেয়ারম্যান-পরিচালক

বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সিআইপি পদক পেলেন এনআরবি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এবং আল-হারামাইন পারফিউমস গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহতাবুর রহমান। তিনি ২০২০ সালে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী ক্যাটাগরিতে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হয়েছেন। একই ক্যাটাগরিতে সিআইপি পদক পেয়েছেন তার সহধর্মিণী ও এনআরবি ব্যাংকের পরিচালক বায়জুন নাহার চৌধুরী, তার ছেলে ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালক মোহাম্মদ এমাদুর রহমান এবং তার ভাই ও এনআরবিসি ব্যাংকের পরিচালক মোহাম্মদ অলিউর রহমান। গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে মোহাম্মদ মাহতাবুর রহমানকে সিআইপি কার্ড ও সম্মাননা তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ। মোহাম্মদ মাহতাবুর রহমান ২০১২ সাল থেকে টানা দশমবারের মতো সিআইপি নির্বাচিত হন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ উপস্থিত ছিলেন।


