চুয়াডাঙ্গায় সোশ্যাল ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) চুয়াডাঙ্গায় ১৭৮তম শাখার উদ্বোধন করেছে।

রোববার (৩০ অক্টোবর) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ড. মো. মাহবুব উল আলম। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া, জামান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আসাদুজ্জামান, সিও বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. সামছুল আলম, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব তৌহিদ হোসেন, ব্যাংকের খুলনা অঞ্চলের আঞ্চলিক প্রধান মো. মহিবুল কাদির, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো. মনিরুজ্জামান, ব্রাঞ্চেস কন্ট্রোল অ্যান্ড জেনারেল ব্যাংকিং ডিভিশনের প্রধান সাইফ আল-আমীনসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন চুয়াডাঙ্গা শাখার ব্যবস্থাপক মো. আশরাফুল হক।