নীলফামারীর ডোমারে এসআইবিএলের ১৭৭তম শাখা উদ্বোধন

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) ২৪ অক্টোবর নীলফামারীর ডোমারে ব্যাংকের ১৭৭তম শাখা উদ্বোধন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ড. মো. মাহবুব উল আলম এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সামছুল হক, ডোমার পৌরসভার প্যানেল মেয়র সেলিম রেজা, ব্যাংকের রাজশাহী অঞ্চলের আঞ্চলিক প্রধান মো. শাহ্রিয়ার খান, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো. মনিরুজ্জামান, ব্রাঞ্চেস কন্ট্রোল অ্যান্ড জেনারেল ব্যাংকিং ডিভিশনের প্রধান সাইফ আল-আমীনসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।

সবশেষে ধন্যবাদ জানান ডোমার শাখার ব্যবস্থাপক মো. কবিরুল ইসলাম।